Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজায় মানুষের ভিড়ে ১ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫

প্রতীকী ছবি।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে একজন মারা গেছেন। এ ছাড়া, জানাজায় অংশ নিতে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। মূলত প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কি ও গরমে অসুস্থ হন তারা।

‎বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে পড়ে মারা যাওয়া ব্যক্তির নাম মানিক মিয়া। তার বাড়ি ভোলা জেলায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এক পর্যায়ে মানুষের চাপ বেড়ে গেলে ভিড়ের মধ্যে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। প্রচণ্ড ভিড়ের কারণে পুলিশ কোথাও মুভ করতে পারছে না। পরে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর