Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০

বেগম খালেদা জিয়ার মরদেহের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জীবিত থাকাকালীন অবস্থায় আমার মা বেগম খালেদা জিয়ার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

তিনি আরও বলেন, ‘দোয়া করবেন আল্লাহতায়ালা যাতে ওনাকে বেহেশত দান করেন।’

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার পূর্বে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি বলেন, ‘আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আজকে এখানে যে সকল ভাই ও বোনেরা উপস্থিত আছেন। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল। ছবি: সারাবাংলা

এ সময় জানাজাস্থলে উপস্থিত ছিল সারাদেশ থেকে আগত লাখ লাখ জনতা।

তারেক রহমানের বক্তব্যের পরপরই জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন।

বিজ্ঞাপন

নক্ষত্রের বিদায়
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর