Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১১:১২

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকে মানুষের ঢল। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীদের ঢল নেমেছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এরইমধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় এই বরেণ্য নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে।

এই মহাপ্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় এবং তার বাসভবন ‘ফিরোজা’র সামনে অবস্থান নেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শোকাতুর মানুষ শীতের রাত উপেক্ষা করে জানাজার অপেক্ষায় মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

বেগম জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীজুড়ে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংসদ ভবন এলাকাসহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।

জানাজাস্থল ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট ও ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা। বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির কয়েক হাজার স্বেচ্ছাসেবকও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে ট্রাফিক চলাচলেও বিশেষ নির্দেশনা জারি করেছে প্রশাসন।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেবল দেশের মানুষই নয়, বিদেশ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। জানা গেছে, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি দল জানাজায় অংশ নিতে এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঢাকায় পৌঁছাবেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বেগম জিয়ার রাজনৈতিক গুরুত্ব ও তার প্রয়াণে সৃষ্ট শোকের আবহ বিশ্বনেতাদের এই উপস্থিতির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারাও জানাজায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

অন্তহীন প্রাণের অনন্তযাত্রা...
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:০১

আরো

সম্পর্কিত খবর