Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের সই

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৭

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে শোক বইয়ে সই করছেন বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে এ পর্যন্ত ২৮টি দেশের কূটনীতিক শোক বইয়ে সই করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বইয়ে সই কার্যক্রম চলে।

শোক বইয়ে সই করা দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, ভারত, পাকিস্তান, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ মোট ২৮টি দেশ।

এই শোক বইয়ে কূটনীতিকদের সই কার্যক্রম সমন্বয় করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, জেবা খান এবং ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন।

বিজ্ঞাপন

এর আগে সর্বপ্রথম চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোক বইয়ে সই করেন। এছাড়াও রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের জন্য আলাদা একটি শোক বই খোলা হয়। এতে সই করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম ওয়াহাব, চিন্তাবিদ ফরহাদ মাজহার এবং প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ।

রাজনৈতিক নেতারা ও বিশিষ্টজনদের শোক বইয়ে সই কার্যক্রমের সমন্বয় করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপি মিডিয়া সেল জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং আগামী ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বইয়ে সইয়ের সুযোগ থাকবে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন
৩০ ডিসেম্বর ২০২৫ ২২:০৭

আরো

সম্পর্কিত খবর