Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক ও সমবেদনা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৬

ঢাকা: এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশের সাবেক ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া একজন পথপ্রদর্শক নেত্রী ছিলেন। জনসেবায় তার আজীবন অবদান এবং দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার নেতৃত্ব, দৃঢ়তা ও জাতীয় উন্নয়নে অবদান দেশের ইতিহাসে এক স্থায়ী ও গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার গভর্নিং বডির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রার্থনা করা হয়েছে, আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবার ও আত্মীয়স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম/এমপি
বিজ্ঞাপন

শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের সই
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৬

আরো

সম্পর্কিত খবর