Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজা ও দাফন স্থানের বিস্তারিত জানালেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। পরে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।

এ তথ্য বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রকাশ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়ে দিয়েছেন, জানাজা চলাকালীন শোকরত নেতাকর্মীদের মধ্যে কোনো বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে তারা সচেতন থাকবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফজরের পর, সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর