ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো আপসের রাজনীতি করেননি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, খালেদা জিয়া কখনো আপসের চোরাবালিতে যাননি। গণতন্ত্রের প্রশ্নে তিনি আজীবন আপসহীন ছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রয়াত খালেদা জিয়াকে শেষবারের মতো দেখে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে যখনই সংকট এসেছে, তখনই খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি গণতন্ত্রের জন্য রাস্তায় নেমে লড়াই করেছেন। কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের পাশে তাকে সবসময় পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র, দেশপ্রেম ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার প্রসঙ্গ এলে খালেদা জিয়ার নাম ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।’
উল্লেখ্য, দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এক মাসেরও বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।