ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক অপূরণীয়। যে নেত্রী তার সারাজীবন জনগণের অধিকার আদায় ও কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন, তিনি আমাদের মাঝে আর নেই। বাংলাদেশের রাজনীতিতে ও গণতান্ত্রিক আন্দোলনে আজ একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছে।”
এই ঘটনায় বিএনপি দ্রুতগতিতে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে। বৈঠকটি আজ দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং দেশের রাজনীতিতে এক যুগের অবসান হিসেবে ধরা হচ্ছে। তার নেতৃত্বে গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের জন্য যাত্রা চলেছে দীর্ঘ সময়।
বৈদেশিক মহলে এবং অন্যান্য রাজনৈতিক দল ও নেতারা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানাজার সময় ও দাফনের বিস্তারিত পরে জানানো হবে।