Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:০২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে।

‎ঢাকা: ‎ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

‎সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

‎মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার দিতে পারি সেই প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের দায়বদ্ধতা।

তিনি জানান, আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।

‎নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না- জামতে চাইলে তিনি বলেন, নির্বাচনি পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে।

‎‎এদিকে ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এই দুটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে ৯ জন এখন পর্যন্ত জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮

আরো

সম্পর্কিত খবর