Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৬

মনোনয়নপত্র জমা দিচ্ছেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।

ঢাকা: ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী ও দলটির ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎মনোনয়নপত্র জমা দেওয়া শেষে মুরাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি যথাসময় নির্বাচন হবে। কিন্তু সারা বাংলাদেশের জনগণই নিরাপত্তার হুমকিতে রয়েছে। আমরা যারা প্রার্থী রয়েছি তাঁরাও এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব সরকার লেভেল প্লেয়িং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন এবং মানুষের নিরাপত্তাও তারা নিশ্চিত করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাগে ৭ থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সাত হাজার বছরের গল্পে মোড়া আলউলা
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩

পুঁজিবাজারে দরপতন অব্যাহত
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

আরো

সম্পর্কিত খবর