ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম।
তিনি বলেছেন, আমরা আশা করি, তারেক রহমান বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হবেন এবং বর্তমানে যে ক্রাইসিস চলছে তা থেকে দেশকে পুনরুদ্ধার করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আব্দুস সালাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা নির্যাতনের মুখে পড়ে তারেক রহমান বাধ্য হয়ে বিদেশে অবস্থান করেছেন। দেশে থাকা অবস্থায় তার ওপর রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। ১৭ বছর পর দেশে ফিরে তিনি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, তারেক রহমান যেকোনো আসন থেকেই নির্বাচন করার যোগ্যতা রাখেন। তবে ক্যান্টনমেন্ট এলাকায় তার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবন থাকায় এই এলাকার সঙ্গে তার আবেগিক সম্পর্ক রয়েছে। সে কারণেই তিনি ঢাকা-১৭ আসনকে বেছে নিয়েছেন।
তিনি বলেন, জনগণের সরাসরি সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই তারেক রহমান এই আসন থেকে মনোনয়ন নিয়েছেন।