Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে দলের প্রতিনিধিরা এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের সব বিধি-বিধান মেনেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে দলের প্রতিনিধিরা তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

আজই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারছেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩০০ আসনের বিপরীতে এখন পর্যন্ত তিন হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ঢাকা জেলার ২০টি আসনে ৩৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।

এদিন একই কার্যালয়ে ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজও তার মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকলে বা মিছিল ও শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানাসহ মনোনয়নপত্র বাতিলের বিধান রয়েছে।

তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৫৬টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর