ঢাকা: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)। নেজামে ইসলাম পার্টিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ‘বই’। ‘দোয়াত কলম’ পেয়েছে বিইপি।
রোববার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় দল দুটির নাম প্রকাশ করে।
এ নিয়ে ছয়টি দলকে নিবন্ধন দিলেন এ এম এম নাসির উদ্দিনের কমিশন। এর আগে গত ৪ ডিসেম্বর নিবন্ধন পায় আমজনতার দল ও জনতার দল।
এর মধ্যে নিবন্ধনের দাবিতে অনশনে বসা তারেক রহমানের আমজনতার দল পায় ‘প্রজাপতি’ প্রতীক। আর ‘কলম’ প্রতীক দেওয়া হয়েছে জনতার দলকে।
গত ১৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
এনসিপিকে প্রতীক দেওয়া হয়েছে ‘শাপলা কলি’। আর ‘কাঁচি’ প্রতীক পেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
উল্লেখ্য, নতুন ছয়টি নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো ৫৯। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। বাতিল হয়েছে পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন।
নিবন্ধন পেল নেজামে ইসলাম পার্টি ও বিইপি
স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮
সারাবাংলা/এনএল/এএ