Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎নিবন্ধন পেল নেজামে ইসলাম পার্টি ও বিইপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮

নির্বাচন কমিশন (ইসি) ভবন

‎ঢাকা: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)। নেজামে ইসলাম পার্টিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ‘বই’। ‘দোয়াত কলম’ পেয়েছে বিইপি।

‎রোববার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় দল দুটির নাম প্রকাশ করে।

‎এ নিয়ে ছয়টি দলকে নিবন্ধন দিলেন এ এম এম নাসির উদ্দিনের কমিশন। এর আগে গত ৪ ডিসেম্বর নিবন্ধন পায় আমজনতার দল ও জনতার দল।

‎এর মধ্যে নিবন্ধনের দাবিতে অনশনে বসা তারেক রহমানের আমজনতার দল পায় ‘প্রজাপতি’ প্রতীক। আর ‘কলম’ প্রতীক দেওয়া হয়েছে জনতার দলকে।

গত ১৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

‎এনসিপিকে প্রতীক দেওয়া হয়েছে ‘শাপলা কলি’। আর ‘কাঁচি’ প্রতীক পেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

‎উল্লেখ্য, নতুন ছয়টি নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো ৫৯। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। বাতিল হয়েছে পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর