Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটদলীয় জোট এখন ১০ দলে পরিণত হয়েছে: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪

আটদলীয় জোটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপিসহ আটদলীয় জোট এখন ১০ দলীয় জোটে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাড়িয়েছে। সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির ওপর সমাজকে দাড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আমরা আটটি দল একসঙ্গে কাজ করে আসছিলাম। এই দলগুলোর সবাই এখানে উপস্থিত আছেন। তার সঙ্গে আলহামদুলিল্লাহ আজকে আরও দুটি দল আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এনসিপির সঙ্গে বৈঠক এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সময়স্বল্পতার কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বৈঠকে অংশ নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। শিগগিরই এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করবে।

জামায়াত আমির বলেন, আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছিল আমাদের লক্ষ্য সারা বাংলাদেশের ৩০০ আসনে নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে আসন নির্ধারণ করেছি। আরও অনেকগুলো দল আগ্রহী ছিল। কিন্তু এই মুহূর্তে তাদের সম্পৃক্ত করা দুরুহ হয়ে গেছে। অনেকে আগ্রহ থাকা সত্ত্বেও সম্পৃক্ত করতে পারছি না। দুঃখ প্রকাশ করছি। কিন্তু জাতীয় জীবনে তাদের সাথে একসঙ্গে কাজ করব।

তিনি বলেন, আমাদের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। সামান্য কিছু বাকি আছে। এটা নমিনেশন জমা দেওয়ার পরই সুন্দরভাবে সমাধান করতে পারব। কোনো সমস্যা হবে না।

এই জোট কেমন জোট- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, জোট বলেন আর যাই বলেন, সব কাজ একসঙ্গে করব।

সংবাদ সম্মেলনে জামায়াতসহ আট দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অলি আহমেদও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আট দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর