Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৪

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

ঢাকা: কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে বলেই মন্তব্য করেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমেই জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।

এর আগে, সকালে আদালতে হাজির হন আখতার হোসেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দেন আদালত।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর