ঢাকা: ফ্যাসিবাদী শাসনামলে দায়ের করা একাধিক রাজনৈতিক হয়রানিমূলক মামলায় জামিন নিতে ঢাকার জজ কোর্টে হাজির হবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) আখতার হোসেনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, রোববার দুপুরের মধ্যে এসব মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলো বিগত সরকারের সময়ে রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে দায়ের করা হয়েছিল বলে দাবি এনসিপি নেতাদের।
তারা জানান, দীর্ঘদিন ধরে চলমান এসব মামলায় আইনি প্রতিকার পেতেই আদালতের শরণাপন্ন হচ্ছেন আখতার হোসেন। এনসিপির নেতাদের মতে, ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক কণ্ঠ দমনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের মামলা দায়ের করা হয়েছিল।
এ বিষয়ে আখতার হোসেনের আইনজীবীরা আদালতে জামিন আবেদন উপস্থাপন করবেন বলে জানা গেছে।