Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনকিলাব মঞ্চের আন্দোলনে এনসিপির সংহতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮

এনসিপি লোগো।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বার্তায় এই সংহতি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন ন্যায়বিচার ও নাগরিক অধিকারের প্রতি আজীবন নিবেদিত, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর রাজপথে তুলে ধরার দৃঢ় প্রতীক।

এতে আরও উল্লেখ করা হয়েছে, দুঃখজনক ও গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, শহিদ শরিফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও আজ পর্যন্ত মূল আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পর তদন্ত ও বিচার প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রিতা ঘটছে, তা শুধু শহিদ শরিফ ওসমান হাদির পরিবার নয় সমগ্র জাতির ন্যায়বিচারের প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রকাশ্য সহিংস হত্যাকাণ্ডের পরও অপরাধীদের ধরতে না পারা এবং বিচার প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব বিচারহীনতার সংস্কৃতিকেই আরও গভীর করছে, যা জনগণের মধ্যে ক্ষোভ ও অনাস্থা সৃষ্টি করছে এবং রাষ্ট্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়েছে, শহিদ শরিফ ওসমান হাদিরই প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের ব্যানারে শাহবাগে গড়ে ওঠা আন্দোলন ন্যায়বিচারপ্রত্যাশী জনগণের স্বতঃস্ফূর্ত ও যৌক্তিক প্রতিবাদ। এনসিপি এই আন্দোলনের সঙ্গে পূর্ণ সমর্থন, সংহতি ও একাত্মতা প্রকাশ করছে। উক্ত প্রতিবাদে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকসহ আরও অনেকে।

বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে তদন্ত ও বিচার প্রক্রিয়া জোরদার করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এনসিপি মনে করে, এই বিচার কেবল একজন ব্যক্তির হত্যার বিচার নয় এটি ন্যায়বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস আরও সংকুচিত হবে।

বার্তায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অবিলম্বে ত্বরান্বিত করুন, অপরাধীদের আইনের আওতায় আনুন এবং প্রমাণ করুন, এই দেশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ বিচারহীনতার শিকার হয় না। এনসিপি আজ, আগামীকাল ও ভবিষ্যতেও এই ন্যায়সংগত আন্দোলনের পাশে রাজপথে ও জনগণের পাশে থাকবে।