ঢাকা: চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি দলীয় মনোনয়নপত্র প্রদর্শন করেন। এ সময় আসলাম চৌধুরী সব ধরনের বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন, ‘সীতাকুণ্ড আসনে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।’
মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, ‘কাজী মোহাম্মদ সালাউদ্দিন এত দিন ধানের শীষের পক্ষে এলাকায় জনমত গড়ে তুলেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। এখন আমাদের সবার দায়িত্ব ঐক্যবদ্ধ হয়ে দলকে বিজয়ী করা।’
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতা–কর্মীকে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সময়ে সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দমিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন গণমাধ্যমকে জানান, গত ২০ ডিসেম্বর বিএনপির ৩০০ আসনের প্রার্থীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ সভায় আসলাম চৌধুরী অংশ নেন। সেখানেই তাকে মৌখিকভাবে চূড়ান্ত প্রার্থী করা হয়। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আনুষ্ঠানিক মনোনয়নপত্র দেওয়া হয়।