Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিডিআর বিদ্রোহে শহিদদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০১

বিডিআর বিদ্রোহে শহিদদের কবর জিয়ারত করলেন তারেক রহমান।

ঢাকা: বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে পাশের বনানী সামরিক কবরস্থানে বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহে শহিদ সেনাকর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের সময় তিনি বনানী সামরিক কবরস্থানে প্রবেশ করেন। সেখানে প্রথমে শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এরপর বিডিআর বিদ্রোহে শহিদ সেনাকর্মকর্তাদের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের সিকিউরিটি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম, তারেক রহমানের পিএস আবদুর রহমান সানিসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

এর আগে সকালে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও শহিদ ওসমান হাদির কবরে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। পরে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন। সেখান থেকে তিনি বনানী কবরস্থানে যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর