Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৪

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন তারেক রহমান।

ঢাকা: নির্বাচন কমিশনে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবেশ করেন। এদিন তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এএসএম হুমায়ুন কবীর।

‎এদিকে তারেক রহমানের ভোটার হওয়াকে ঘিরে আগারগাঁওয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনকে ঘিরে আশপাশের এলাকা নিরাপত্তার চাদের ঘিরে ফেলা হয়।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। ওসমান হাদির কবর জিয়ারতের পর সেখানে শায়িত জাতীয় কবি নজরুল ইসলামের কবর জিয়ারতও করেন তিনি। এ সময় ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। দীর্ঘ ১৯ বছর পর গতকাল তিনি বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন। কবর জিয়ারত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধ জানাতে।

সারাবাংলা/এমএমএইচ/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর