ঢাকা: জুলাই আন্দোলনে আহতদের দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহিদ হাদির কবর জিয়ারতের পরে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে যাবেন। সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার কর্মসূচি কিছুটা পরিবর্তন হয়েছে।
এ বিষয়ে দলীয় সূত্র জানায়, ওই হাসপাতালে এখন আর জুলাই অভ্যুত্থানে আহতরা নেই। সে কারণে ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন কমিশনের কাজ শেষ করে ধানমন্ডিতে তার শ্বশুর মাহবুব আলী খানের বাসভবনে যাবেন। মাহবুব আলী খানের বাসা থেকে বের হয়ে পুনরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
এরপর তিনি আবার গুলশানের বাসায় ফিরে যাবেন বলে জানা গেছে।