ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।
নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানাতে হয়। পূর্ব কর্মসূচি অনুযায়ী শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভারে শ্রদ্ধা জানানোর কথা ছিল তারেক রহমানের। কিন্তু পথে নেতাকর্মীদের ভিড়ে তারেক রহমানের পক্ষে সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান।
এদিন জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে যাত্রা করেন তিনি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে, ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট (জুলাই ৩৬) এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় নজিরবিহীন জনসমাগম ঘটে। পরবর্তীতে সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেন