Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবাসীকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯

রাজধানীর পূর্বাচলের ৩০০ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসন শেষে মাতৃভূমিতে ফিরে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট নামে খ্যাত মহাসড়কে অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজীরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা ও কর্মীদের তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

অভ্যর্থনা কার্যক্রমকে সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। এছাড়া, অভ্যর্থনা অনুষ্ঠানে কর্তব্যরত গণমাধ্যমকর্মীদেরও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

কে এই মার্টিন লুথার কিং?
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২

আরো

সম্পর্কিত খবর