Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা দেশে শান্তি চাই: তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯

গণসংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাখো জনতার উদ্দেশে বলেছেন, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।

তিনি বলেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে নারী-পুরুষ ও শিশু নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন। নবী করিম সা. এর ন্যায় পরায়নতার আলোকে আমরা দেশ পরিচালনা করব।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চ থেকে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘রাব্বুল আলামীনের দরবারে হাজারো, লাখ, কোটি শুকরিয়া আদায় করছি। তার দয়ায় আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। আমাদের মাতৃভূমি লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ৭৫ সালে সিপাহি বিপ্লবের মাধ্যমে আধিপত্যের হাত থেকে রক্ষা পেয়েছিল। ৯০-এর গণআন্দোলনের মাধ্যমে… কিন্তু তারপরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তেমিনভাবে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।’

বিজ্ঞাপন

বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘প্রিয় ভাই বোনেরা আজকে দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। তারা যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজকে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এখানে যেমন পাহাড়ি মানুষ আছে, তেমনি আছে সমতলের মানুষ। সবাই তার অধিকার ফিরে পাবে।’

তিনি বলেন, ‘এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এ ছাড়া কয়েক কোটি কৃষক-শ্রমিক রয়েছে। এই মানুষগুলোর রাষ্ট্রের কাছে আকাঙ্ক্ষা আছে। আজ আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে এই লাখো, কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।’

এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘আই হ্যাভ এ প্লান। ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশের মানুষের উন্নয়নের জন্য।’

মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

মঞ্চে আরও ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক রহমানসহ অনেকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর