ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি স্বাগত জানান।
জামায়াতের আমির পোস্টে লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম।’
এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে তারেক রহমানকে বহন করা বিমানটি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে। তিনি বিমান বন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে ৩০০ ফিট সড়কে নির্মিত মঞ্চের উদ্দেশে যাত্রা করেন সাড়ে ১২টায়।
বিকেল সোয়া তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারেক রহমানের গাড়ি বহরটি মঞ্চের কাছাকাছি পৌঁছেছে।
৩০০ ফিট সড়কে তারেক রহমানকে দেখার জন্য লাখো জনতা ভিড় করেছে। এ ছাড়া বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তার দুই পাশে ছিল লাখ লাখ দলীয় নেতাকর্মী ও সমর্থক।