ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুকে জড়িয়ে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে প্রবেশের সময় তাকে স্বাগত জানাতে আসেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় দীর্ঘদিন ধরে দেশে থেকে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেওয়া মির্জা ফখরুলের সঙ্গে তারেক রহমানের আলিঙ্গন উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে।
আবেগঘন এ মুহূর্তে তারেক রহমানের পাশে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জোবাইদা রহমান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তখন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নীরব শ্রদ্ধা ও উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করে।
এর আগে সকাল ১০টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ (টুকু) এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে একে একে তারেক রহমান দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন করেন।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তারেক রহমান। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। দীর্ঘদিন বিদেশে থেকেও ভার্চুয়ালি দল পরিচালনা ও আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা দলের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।