Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানের বাসায় জুবাইদা-জাইমা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০

তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান।

ঢাকা: প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছেন।

তবে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান গিয়েছেন তারেক রহমানের বাসভবন ১৯৬ গুলশান অ্যাভিনিউতে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গুলশানের বাসভবনে প্রবেশ করেন জুবাইদা রহমান ও জাইমা রহমান।

তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা। ছিলেন তারেক রহমান ও তার স্ত্রীর পরিবারের সদস্যরা। তারেক রহমানের শাশুড়ি তার গলায় ফুলের মালা পড়িয়ে দেন। পরে শাশুড়ি ইকবাল মান্দ বানু, স্ত্রীর বড় বোন শাহিনা জামান বিন্দুসহ সবাই গুলশানের বাসায় যান।

সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে গুলশান-২-এর ১৯৬ নম্বর বাড়িতে যাবেন তিনি।

বিজ্ঞাপন

শীতের শেষ আলোতে অব্যক্ত শব্দেরা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬

গুলশানের বাসায় জুবাইদা-জাইমা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭

আরো

সম্পর্কিত খবর