ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।