ঢাকা: দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলি, গুরুত্বপূর্ণ মোড় ও রাজনৈতিক কেন্দ্রগুলো ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালী, গুলশান, বাড্ডা ও মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যানার-বিলবোর্ডগুলোতে বড় অক্ষরে লেখা রয়েছে- ‘লিডার আসছে’,‘হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত’,‘তারেক রহমান-ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব’। এসব প্রচারসামগ্রীতে বড় আকারে শোভা পাচ্ছে বিএনপির শীর্ষ এই নেতার ছবি।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় প্রচারমূলক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবেই রাজধানীজুড়ে এই প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা পরবর্তী সময়ে গৃহীত হয়। এরপর দীর্ঘদিন দেশে ফেরা সম্ভব হয়নি তার। অবশেষে ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।