টাঙ্গাইল: দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এ উপলক্ষে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে বিএনপির অন্তত ২৫ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। ইতিমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় পৌঁছে গেছেন।
প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের দলীয় নেতাকর্মীদের জন্য টাঙ্গাইল (সদর)-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল থেকে একটি রিজার্ভ ট্রেন এর ব্যবস্থা করে দিয়েছেন। যা বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন থেকে ছেড়ে যাবে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ‘তারেক রহমান দেশে আসবে এতে আমরা উৎফুল্ল। ওই দিন সারাদেশের নেতাকর্মীরা তাকে বরণ করে নিবেন।’
তিনি বলেন, ‘তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। টাঙ্গাইল থেকে রিজার্ভ ট্রেন এবং প্রায় তিন শতাধিক বিভিন্ন গাড়িতে করে ২০-২৫ হাজার লোকের ঢাকা যাবার প্রস্তুতি নিয়েছে।’