Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের প্রত্যাবর্তন
রংপুর থেকে ঢাকায় যাবেন ৫০ হাজার নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৭

ঢাকায় সংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ।

রংপুর: ১৭ বছরের দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে স্বদেশে ফিরছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। রংপুর অঞ্চলেও এই উত্তেজনা বিরাজ করছে।

দলটির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, জেলার ছয়টি সংসদীয় আসন থেকে মনোনীত প্রার্থীরা রংপুর জেলা ও মহানগর থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকামুখী হয়েছেন ইতোমধ্যে। বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে করে তারা ঢাকায় যাচ্ছেন, এবং ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে পৌঁছে বিভিন্ন হোটেল ও মেসে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, ‘নগরীর ৩৩টি ওয়ার্ডে আমরা কয়েক দিন ধরে শুভেচ্ছা মিছিল করছি। অনেক নেতাকর্মী আগাম ঢাকায় রওনা হয়েছেন, এবং দলবদ্ধভাবে বাস-ট্রেনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

একইভাবে, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর হাসান সুমন বলেন, ‘তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের সংকট থেকে মুক্তি মিলবে। শুধু দলীয় নয়, সাধারণ মানুষ যেমন রিকশাচালক, ভ্যানচালক ও যুবকরাও ঢাকা যেতে চাইছেন। কয়েক শতাধিক নেতাকর্মী ইতোমধ্যে বাস-মাইক্রোবাসে রওনা হয়েছেন।’

জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো শতাধিক মিনিবাস, কোচ, মাইক্রোবাস ও বিশেষ ট্রেন ভাড়া করেছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে সমন্বয় টিম গঠন করা হয়েছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ বলেন, ‘২৫টি বাস রিজার্ভ করা হয়েছে। রংপুর থেকে প্রতিদিন শত শত মানুষ ঢাকামুখী হচ্ছেন। অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।’

এদিকে রেলওয়ে স্টেশনেও অগ্রিম টিকিটের অভাব দেখা দিয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘প্রিয় নেতা তারেক রহমান দেশগড়ার স্বপ্ন নিয়ে দেশে ফিরছেন। তাকে দেখার অপেক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী-সমর্থকেরা গতকাল রাতেই ঢাকায় পৌঁছেছে।’

জেলা সভাপতি নাজমুল আলম নাজু বলেন, ‘রংপুর থেকে কমপক্ষে ৫০ হাজার মানুষ যাবেন। অনেকে দু’দিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন।’

কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, ‘আমার আসন থেকে বাস-ট্রেনে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হবে।’

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, ‘মহানগর থেকে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ২০টি বাস রিজার্ভ করা হয়েছে।’

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘৫০ হাজারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং অনেকে ইতোমধ্যে পৌঁছে গেছেন।’

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে এসিআই মটরস
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭

আরো

সম্পর্কিত খবর