Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৩:২৪

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: ঢাকা-১০ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন কঠিন হলেও অসম্ভব নয়। এটি বিভাজনের রাজনীতি নয়; প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই।’

দেশের ইতিহাসে ভূমিকা রাখা আত্মত্যাগী ব্যক্তিত্বদের স্মরণ করে তিনি আরও বলেন, ‘মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের প্রেরণা নিয়ে পুনর্গঠনের লড়াই চালিয়ে যেতে চান।’

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামারগীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। তার দাবি, কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়াই অসংখ্য নিবেদিত কর্মীকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামছেন।

এই আসনে এরইমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ও জামায়াত। বিএনপি মনোনয়ন দিয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। গত ৪ ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মনোনয়ন ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১০ আসনে প্রার্থী করেছে অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারকে।

তবে এ আসনটি ফাঁকা রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর