Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই সামান্তা শারমিন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত প্রথম ধাপের প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১২৫ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।

মনোনয়ন ঘোষণার সময় আখতার হোসেন নেতাকর্মীদের শাপলা কলি প্রতীকের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দল গঠনের শুরু থেকেই সামান্তা শারমিন এনসিপির অন্যতম শীর্ষ নেতাদের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন। এনসিপি গঠনের আগেও তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে সক্রিয় ছিলেন। তবে এবার প্রথম দফার তালিকায় তার নাম না থাকায় বিষয়টি দলের ভেতরেও আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও কয়েকটি ধাপে মনোনয়ন চূড়ান্ত করা হবে। পরবর্তী ধাপগুলোতে নতুন কোনো চমক থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দলের দায়িত্বশীলরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর