ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২৫ আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোড়ন তোলা নামগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ বিষয়—জুলাই আন্দোলনের ‘আইকনিক স্যালুট হিরো’ হিসেবে পরিচিত রিকশাচালক সুজনকে এই তালিকায় রাখা হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়ন তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সুজন। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, জুলাই আন্দোলনে শ্রমিক ও রিকশাচালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এনসিপি চেষ্টা করছে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মনোনয়ন দিয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।
তবে কেন সুজনের নাম প্রাথমিক তালিকায় নেই—এ বিষয়ে দল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের সামনে নির্ভীক ভঙ্গিতে স্যালুট দেওয়ার ছবি ভাইরাল হয়ে দেশজুড়ে তাকে ‘স্যালুট হিরো’ হিসেবে পরিচিতি দেয়। অনেকেই আশা করেছিলেন, তাকে মনোনয়নের দৌড়ে দেখা যাবে।
সুজনের সম্ভাব্য মনোনয়ন ও পরবর্তী সিদ্ধান্ত এখন দলের চূড়ান্ত তালিকার ওপর নির্ভর করছে। দেশজুড়ে নজর এখন এনসিপির পরবর্তী ঘোষণার দিকে।