Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

নাহিদ ইসলাম, সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলামটর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তালিকা প্রকাশ করে দলটি।

প্রাথমিক ঘোষণায় জানা যায়, ঢাকা-১১ আসনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, ধাপে ধাপে দেশের সব আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

দলটি জানিয়েছে, ‘নাগরিকের সরকার’ গঠনের অঙ্গীকার নিয়ে তারা নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত এবং তরুণ নেতৃত্বকে সামনে রেখে মনোনয়ন দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর