Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুমার পর দেশজুড়ে মোনাজাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৬

হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে নামাজ শেষে মসজিদগুলোতে দোয়া ও মোনাজাতের জন্য আহ্বান করে বিএনপি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সকল মসজিদে জুমার ফরজ নামাজ শেষে এই মোনাজাত করা হয়। ইমাম ঘোষণা দিয়ে দোয়া ও মোনাজাত শুরু করেন। এছাড়া সারাদেশের মসজিদগুলোতেও এই মোনাজাত করা হয়।

অন্যদিকে দোয়ার অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।’

তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর