Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১

খালেদা জিয়া দেখতে এভারকেয়ারে গিয়েছেন জুবাইদা।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে দেশে ফিরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। জরুরি লিফট ব্যবহার করে সরাসরি খালেদা জিয়ার কক্ষে যান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জুবাইদা রহমান। লন্ডন সময় বিকেল ৬টা ৩ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৩০২) ধরে ঢাকার উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণের কারণে তার অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর