Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। আর খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এদিকে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে ঢাকাস্থ কাতার দূতাবাস। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার সঙ্গে ১৪ জন সফরসঙ্গী হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

এদিকে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপাসনকে ভর্তি করার পর থেকে সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন তিনি। গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর