Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে কারাগারে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৭

রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা আব্বাস। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবনতির পেছনে অস্বাভাবিক কারণ রয়েছে। তিনি বলেন, কারাবন্দি থাকা অবস্থায় খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আব্বাস বলেন, “কারাগারে স্লো পয়জন দেওয়া হয়— এ বিষয়ে খালেদা জিয়া সবসময় সতর্ক ছিলেন। তাঁর বর্তমান অসুস্থতা কোনো সাধারণ অসুস্থতা নয়; এটি একটি অস্বাভাবিক পরিস্থিতির ফল।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিক জানিয়েছিলেন, খালেদা জিয়া দুই বছরও বাঁচবেন না এবং ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। তবে আল্লাহর রহমতে তিনি এখনো জীবিত আছেন।

মির্জা আব্বাস গত শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১টার দিকে খালেদা জিয়াকে দেখতে যান এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। তিনি জানান, নেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি দেশের বাইরে কিছু মহল বিএনপির ওপর চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন। পাশাপাশি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, প্রদর্শনীর আহ্বায়ক নাসিম শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চট্টগ্রামের এম হায়দার আলী, দ্বিতীয় ঢাকার শামসুল হক রিপন এবং তৃতীয় হয়েছেন চট্টগ্রামের এম রাশেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর