Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে: মাহদী আমিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৬:১০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৭

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল।

মাহদী আমিন আরও বলেন, চিকিৎসায় যেন কোনো ধরনের বিলম্ব না হয়, সেজন্য প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে তদারকি করছেন তারেক রহমান। ইনফেকশনের ঝুঁকির কারণে সিসিইউতে প্রবেশাধিকার সীমিত রাখা হলেও হাসপাতালে নেতাকর্মীদের ভিড় প্রতিদিনই দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, চিকিৎসায় উন্নতি দেখা দিলে লন্ডনে নেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এ বছরের শুরুতে যেখানে চার মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়া উন্নতি লাভ করেছিলেন, সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও চলছে।

দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবারও নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন মাহদী আমিন।