Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে দেখতে হাসপাতালে রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১১:০৬

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে দেখতে হাসপাতালে রিজভী।

ঢাকা: চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ উল্লাহর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ–প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়ালসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর