ঢাকা: সরকারি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রচেষ্টার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মোটরবাইক টহল কর্মসূচি পালন করবে জাতীয় যুবশক্তি। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘যুব প্রতিরোধ টহল’।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মহানগর ও জেলা উত্তর–দক্ষিণসহ নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরের নেতাকর্মীরা এই টহল কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচিটি শুরু হবে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে।
জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ বলেন, ‘যুবশক্তি দেশের শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় সবসময় সক্রিয়। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এই মোটরবাইক টহল নাগরিকদের সচেতন করবে এবং অশান্তি ও নাশকতা রোধে ভূমিকা রাখবে।