Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে এনসিপিকে নিয়ে প্রথম বই ‘এনসিপির যাত্রা’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৭:০০

ঢাকা: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)– কে নিয়ে লেখা প্রথম বই ‘এনসিপির যাত্রা’ আগামী ১৫ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে। বইটির লেখক মাহাবুব আলম, যিনি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ–শিক্ষা সম্পাদক। বইটি প্রকাশ করছে আদর্শ প্রকাশনী।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

লেখক মাহাবুব আলম জানান, ‘এনসিপির যাত্রা’ মূলত দলটির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং ঘোষিত রাজনৈতিক অবস্থান নিয়ে রচিত। এতে এনসিপির সূচনালগ্ন থেকে লক্ষ্য, দর্শন ও কার্যক্রমের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বইটিতে দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক বাস্তবতা ও একচ্ছত্র শাসনের সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল পরিস্থিতি পাঠকের সামনে উন্মোচিত হবে।

মাহাবুব আলম জানান, বইটি তিন শ্রেণির পাঠকের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক—

১️. সাধারণ পাঠক, যারা এনসিপির রাজনীতি ও অবস্থান জানতে আগ্রহী;

২. দলের নেতাকর্মী, যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়তা পাবেন;

৩. গবেষক ও শিক্ষাবিদ, যারা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বা নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি নিয়ে গবেষণা করতে চান।

তার ভাষায়, ‘এই বই বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন ও নাগরিক আন্দোলনের ইতিহাস বুঝতে একটি প্রাথমিক সূত্র হিসেবে কাজ করবে।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর