ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশে একটি দিনের চাঁদাবাজির টাকাই যদি সংগ্রহ করা যায়, তাতে একটি গণভোট করানো সম্ভব—অতএব চাঁদাবাজি বন্ধ করে প্রত্যেক দিন একটি করে গণভোট করালে আর টাকার ঘাটতি থাকবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুরানা পল্টন মোড়ে গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, প্রত্যাশা ছিল জুলাই-আগস্টের রক্তই হবে শেষ রক্ত; তবে অল্প সময়ের মধ্যে আবার রাজপথে আসতে হয়েছে। প্রয়োজন হলে আবারও জীবন দেবেন, তবুও জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেবেন না।
তাহের দাবি করেন, ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সময় ক্ষেপণের চালাকি তাদের বিপদে ফেলবে—গণভোট জাতীয় নির্বাচন ঘোষণার আগে করতে হবে; তফসিল ঘোষণার পরও আইনী বাধা নেই।
তিনি আরও বলেন, আলোচনায় বসতে তারা আগেই আহ্বান জানিয়েছে এবং রাষ্ট্র ও সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে আলোচনায় রাষ্ট্রীয় ভূমিকা নেওয়া প্রয়োজন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি ফোন করেছিলেন; পরে আবার যোগাযোগের চেষ্টা করবেন।
তাহের ভোটকেন্দ্র সুরক্ষা, ভোট ডাকাতি রোধসহ নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করার ওপর জোর দেন এবং টেলিভিশনে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন পরিচালনার আহ্বান জানান।
সমাবেশে আটটি ইসলামী দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে কয়েক হাজার নেতাকর্মী একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য যমুনা অভিমুখে রওনা হন।