ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির মাধ্যমে দেশে ঝুলন্ত পার্লামেন্ট চায়। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন।
সালাম বলেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশ, গণতন্ত্র ও জনগণকে বাঁচাতে গণতন্ত্রই একমাত্র পথ। বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে— আমরা ঝুলন্ত পার্লামেন্ট হব না। জামায়াত পিআরের মাধ্যমে ঝুলন্ত পার্লামেন্ট চায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে প্রতিবেশী রাষ্ট্র সুযোগ পাবে।’
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে পরাজিত কিছু অপশক্তি বিএনপির প্রতি উঁকিঝুঁকি দিচ্ছে। “কিছু দল যারা আগে বিএনপির কাঁধে ভর করে, তারা ৫ তারিখের পর আচরণ বদলে বিএনপির বিরোধিতা করছে। জনগণের কাছে তারা কখনো প্রতিদ্বন্দ্বী ছিল না; তারা বিএনপির নয়—বরং জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
আবদুস সালাম বলেন, ‘সবাই নির্বাচন চায়, কিন্তু জামায়াত চায় না। তারা গণভোটের কথা বলছে—কিন্তু ভোট দিতে গেলে প্রয়োজনীয় খরচ কে বহন করবে, ইসলামি ব্যাংক নাকি জামায়াত? সব বিতর্ক ভুলে ভোট দিতে হবে। যাদের অবস্থান নেই, তাদের কথার কোনো প্রভাব নেই; সিদ্ধান্ত জনগণের হাতে।’
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু নির্বাচনের বিষয় নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হবে। দেশকে রসাতলে পাঠানো যাবে না। যদি সরকার সমাধান করতে না পারে, তাহলে কেন তারা ক্ষমতায় আছেন— তাদের কাজই কী?’