Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগকে টিকিয়ে রাখতে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়েছে: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৬:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: আওয়ামী লীগকে গত ১৬ বছর ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে, জুলুম ও গণহত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল। এই সময়ে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনই তাদের টিকিয়ে রেখেছে। ভারত যদি সত্যিই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা বন্ধ করে সরাসরি জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। সেই প্রভাবের জায়গা থেকে এখন ফিরে আসা দরকার। সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। নদী, সীমান্ত হত্যা ও অন্যান্য অমীমাংসিত সংকটগুলোরও দ্রুত সমাধান প্রয়োজন।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘ভারতকে সবার আগে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে এবং গণহত্যাকারী কাউকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত গণহত্যাকারীদের পক্ষেই অবস্থান নিয়েছে। যতদিন ভারত জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার না করবে, ততদিন বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক উষ্ণ হবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর