ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশে বলেছেন, আর সময় নষ্ট না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্ভব হলে আজকেই আদেশ জারি করুন। আজ না পারলে কাল অবশ্যই করুন।
বিএনপি সংবাদ সম্মেলনে নোট অব ডিসেন্ট মেনে নেবেনা বলে জানিয়েছে। তাহের বলেন, ‘এখন যদি বিপরীত পক্ষও বলে না, তাহলে পরিস্থিতি কীভাবে দাঁড়াবে?’
আরপিও সংশোধনীতে জোট করলেও নিজের দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনের বিরুদ্ধে বিএনপির অবস্থান নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘প্রত্যেক দলের নিজের স্বকীয়তা আছে। এখানেও বিএনপি বিরোধিতা করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আজ না পারলে কালকে আদেশ দিতে হবে। কালও না হলে কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারি সেক্রেটারি এটিএম মাছুম, হামিদুর রহমান আযাদ এবং প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।