Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে দুর্নীতির বিরুদ্ধে সারজিসের লংমার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৫:২১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:০০

পঞ্চগড় জেলায় লংমার্চ শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

পঞ্চগড়: চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলায় লংমার্চ শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে শুরু হয় এ লংমার্চ। এতে পঞ্চগড়ের পাঁচ উপজেলার সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন। এছাড়া মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের দীর্ঘ সারিও দেখা গেছে।

লংমার্চ চলাকালে পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিন থেকে চারটি পথসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রাতে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সারজিস আলম।

বিজ্ঞাপন

এনসিপির নেতারা বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই লংমার্চ জনগণের আন্দোলনে রূপ নেবে।’

এর আগে সকাল থেকে চিনিকল মাঠে মোটরসাইকেল শোডাউন নিয়ে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর