Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ’র প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলামোটরে পার্টির কার্যালয়ে এই বৈঠক হয়।

ইইউ প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা।

এনসিপির প্রতিনিধি দলে অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

বিজ্ঞাপন

বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর