Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়: হামীম

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩

ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় বলে উল্লেখ করেছেন ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হামীম লিখেছেন, এই পরাজয় নিছক সময়ের কাছে হার।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ—হাসিখুশি, তবে সংগ্রামী। জনাব তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দ আমাকে সম্মানিত করেছেন প্রার্থী করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন, আস্থা রেখেছিলেন। কিন্তু ফলাফলে তা প্রতিফলিত হয়নি। এজন্য আমি তারেক রহমান ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি, তবে রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। এই হার ভাগ্য, পরিবেশ-পরিস্থিতি ও সময়ের কাছে। সারা দেশের মানুষের দোয়া নিশ্চয়ই ব্যর্থ হবে না।’

আল্লাহর প্রতি আস্থা রেখে হামীম বলেন, ‘চিন্তা-ভাবনা সঠিক থাকা সত্ত্বেও কেন তাকদিরে এই পরাজয় ছিল জানি না। আমি কৃতজ্ঞ দলের নেতাকর্মী, ঢাবির অগ্রজ, বিশেষ করে তারেক রহমান এবং শিক্ষার্থীদের কাছে—যারা আমার জয় নিশ্চিত ভেবেছিলেন, আবার যারা মনে করেননি আমি তাদের জন্য যোগ্য।’

ডাকসুর ঘোষিত ফলে জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত হামীম পেয়েছেন পাঁচ হাজার ২৮৩ ভোট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর